বিস্ময় ভরা জীবন তরী
হারিয়েছি ছন্দ,
বারবার ফেরে অশ্রু নদে
অচেনা সব দ্বন্দ্ব!

পরাণ হতাশ জীবন নদে
আবরণী শঙ্খ,
হিসেব পাতা নক্সা এঁকে
মেলেনা তো অঙ্ক।

যৌবন চলে ভাটির টানে
সময় চলে উল্টো,
দখিনা স্রোত প্রবল টানে
থমকে যেন পুল্ট!

দালান ঘরে জীবন বাঁকে
নীরব আজি চিত্ত,
চতুর ছলা অবজ্ঞা বান
আজব পোষ্য ভৃত্য।

স্বাদের প্রাণে বিস্বাদ দিশা
বহে অম্বু ঝর্ণা,
জীবন তরী চলে না আর
বাঁধ দিয়েছে স্বর্ণা।