পর ধনে যার আসক্ত মন সে'তো নয় উত্তম,
বিলাসিতায় মত্ত যার মন সে নিশ্চয় অধম।
চরম সত্য হলো মৃত্যু, সবকিছুই হবে বরবাদ
তবু অমরত্ব চায়, এটা মানুষের মনে সাধ।

জানো কি? ধরাতলে নির্বোধ আছে কোন জন?
পুঁথি শিক্ষায় জ্ঞানী মালিন্য মেশা লোকজন।
সুখের সন্ধান করে না যে জন, সেই সুখে রয়।
দু'হাতে বিলিয়ে জ্ঞান গুণী কভু হয়না লয়।

আকাশের চেয়ে উচ্চতা বেশি সত্যবাদীর শির
ভুবনে অহরহ চোখে পড়ে মিথ্যাবাদীর ভীড়।
আমার চোখে, অনলের চেয়ে তপ্ত বেশি বিদ্বেষ
হিংসা-ঘৃণাতে হানাহানি জাতিকে করে শেষ।

মানবতার গুণ থাকলে তাকে গুণী লোক কয়
জগৎ বদলাতে চাওয়া লোকজন নির্বোধ হয়।
ধনবান হলে কারো মনের কুঠিরে অহঙ্কার বাড়ে
যদিও নিতে পারে না তা কেউই কবরের ঘরে।

মহাসাগরের পানি সর্বদা হয় ভয়াল উতলাময়
উপড়ে কম লবণের ঘনত্ব বলে উদ্যত হয়।
দ্বীন প্রতিষ্ঠার দীপ্ত ইচ্ছা হারে জীবনের কাছে।
লোভী মানুষ ছুটে ক্ষণস্থায়ী ধরণীর পাছে।