জান্নাত তুল্য মা জননী
গেছে আমায় ছাড়ি,
সন্ধ্যাের পরে আর বলেনা
আয়রে খোকা বাড়ি।
মায়ের কথা পড়লে মনে
নয়ন ভেজে জলে,
আমায় ফেলে আ-মরি মা
স্বর্গে গেলো চলে।
এখন কেউই নেয় না খবর
খাবার বেলা হলে,
মায়ের মতো কেউ ছিল না
নাই রে গগন তলে।
মায়ের হৃদে দেখছি শুধু
ভালোবাসা মায়া,
হার মেনেছে এই পৃথিবীর
বৃক্ষ ঘেরা ছায়া।
মায়ের যত্নে আদর স্নেহে
ছিলাম সদা ঢাকা,
মা ছাড়া আজ জীবন খানা
লাগছে শুধু ফাঁকা।