প্রতিদিন তো কমছে আমার
বেঁচে থাকার আয়ু,
হঠাৎ একদিন থামবে নেওয়া
শ্বাস-প্রশ্বাসের বায়ু।
সেদিন সবাই রাখবে আমায়
ছোট্ট কবর ঘরে,
সেদিন সবাই বলবে ওহাব
গেছে এখন মরে।
আজরাইলে আসবে যখন
শুনবে না আর কথা,
কার্মের আমল মাথায় দিয়ে
কাফন পরাবে যথা।
দুনিয়ার এই ক্ষণিক জীবন
পরীক্ষার এক কেন্দ্র,
আমি আল্লাহর পাপী বান্দা
নই পাপহীন মহেন্দ্র।
থাকবো ভালো পুলসিরাতে
আমল উত্তম হলে,
আমল খারাপ করলে ধরায়
জনম বিফল জলে।