মনের মাঝে ইচ্ছে জাগে
সাগর পাড়ে থাকতে!
পাহাড় চূড়ে গাছের শাখে
পাখির মতো ডাকতে!

সাগর পাড়ে ডিঙি নৌকা
বাঁধা থাকে সারে,
ঢেউ তোলা ঐ সাদা জলে
শুধু নজর কাড়ে!

পেতাম যদি একটি নৌকা
যেতাম সাগর ছেড়ে,
সাত সমুদ্দুর পাড়ি দিতাম
বৈঠা হাতে নেড়ে!

নৌকা যখন ঢেউয়ের তালে
চলতো হেলেদুলে,
এই দুনিয়ার সকল কিছু
যেতাম আমি ভুলে।

বৈঠা যখন চলত না আর
পালটা দিতাম উড়ে,
সাগর পাড়ি দেওয়ার পরে
দেখতাম জগৎ ঘুরে!