আমি যাহা চাই তাহা নাহি পাই
নিখিলের বুক চিরে,
হৃদে হাহাকার পুড়ে ছারখার
এই লোকালয় ভীড়ে।
সকল চাওয়া কুড়িয়ে পাওয়া
হিসেবে মেলেনা খাতা,
সীমাহীন আশা হয় না তা খাসা
ভরে না জীবন পাতা।
হয়েছি মানুষ হৃদয়ে ফানুস
মেটে না জীবনে সাধ,
চাওয়ার আগে হৃদয়ের বাগে
প্রাপ্তিতে সেধেছে বাঁধ।
বাঞ্ছিত দিল প্রাপ্তির মিল
পাই না কখনো খুঁজে,
প্রত্যাশা ঘিরে হৃদয়ের নীড়ে
আসিবে না কভু বুঝে!
ভবে যাহা চাই তাহা নাহি পাই
হৃদয় পরতে দুখ,
নতুনের খোঁজ আশংকা রোজ
মেলে না পরম সুখ।