হৃদয় থেকে বড় কাবা এই ভুবনে আর নাই
কাবা বলো মন্দির বলো বা অন্যকিছু ভাই।
পাপ-পূণ্য ধর্ম-অধর্ম হৃদয়ে হয় শুদ্ধ,
মায়া চিরন্তন শাশ্বত বন্ধন হেথা নহে রুদ্ধ।
পবিত্র হৃদয়ের ডাকে সারা দেন মহান স্রষ্টা,
পূতপবিত্র করিলে আত্মা হবে'না কেহ ভ্রষ্টা।
হৃদয় বৃহত্তর বিশাল মহৎ উদার সীমাহীন,
স্রষ্টার সান্নিধ্য লাভে কার্যত নাহি অন্য বীণ।
হৃদয় প্রাণ স্ফূর্ত জীবন্ত জাগ্রত ধাবমান,
উপসনালয় যতো আত্মা ছাড়া নহে অম্লান।
ভক্তের আগমন বিহীন জীবন্ত হয়না মন্দির,
স্রষ্টার দৃষ্টি লাভে যেথা লোকেরা করে ভীড়।
হৃদয় টানে কেহ ছাড়ে স্বজন দেশ সিংহাসন
কেহ করে আবার সানন্দে মৃত্যু আলিঙ্গন।
স্রষ্টার সৃষ্টির প্রতি প্রেম উৎসাহিত হয় হৃদে
স্রষ্টার সান্নিধ্য লাভ পেতে আত্মা করো সিধে।