শীতের বায়ে কাঁপন ধরে
দেহের লোমে অস্থিতে,
বেড়ার ঘরে কাঁথার অভাব  
ভীষণ কষ্ট বস্তিতে!

কুয়াশার হিম চাদর ঢাকা
করে রবির অপেক্ষা,
বস্তিবাসীর কষ্টের লাঘব
কেউ করে না সমীক্ষা!

উনুন জ্বলে আগুন পোহায়
ক্ষুধা যেন আত পোড়ায়,
রাক্ষসী শীত আসছে ধেঁয়ে
বস্তিবাসীর দোর গোড়ায়!

শীতে কাঁপছে পশু-পাখি
পৌষ মাসের লগনে,
বরফ ভেজা হাঁড়জমা শীত
সূর্য ঘুমায় গগনে!

এমন সময় সবার পাশে
দাঁড়াবো নিজ গরজে,
আমরা সবাই সবার হবো
মানবতার খরজে।