বংশ গুণে যায় কি চেনা
অমানুষের রূপ?
লোক সমাজে লেবাস পরে
মরিয়া খোঁজে সুখ।

আপন সুখে ধার ধারে না
অন্য কারো বলি,
গুণের ভারে বিচার করে
সরল পথে চলি।

বংশ কভু দেয় না বলে
কাজে করো চুক,
আপন ভালো-মন্দ কাজে
উড়ে আগর ধূপ!

রূপের গুণে সবার সেরা
মনে থাকলে বিষ,
করবে তারা ছলচাতুরী
রয় না তাদের দিশ।

কাজের গুণে মানুষ চিনি
রূপের গুণে নয়,
বয়সকালে রূপ থাকে না
গুণেই পরিচয়।