অমন মানুষ কেউ হয়ো না
ছাড়তে হবে বাড়ি,
ছলের জীবন হলে তোমার
বাউল গাইবে জারি।

হাজার কোটি টাকা থেকেও
ভরে না যার হাঁড়ি,
অমন পুরুষ না হয়ে কেউ
কি হবে ধন কাঁড়ি?

লোক ঠকিয়ে গড়লে তুমি
হাজার কোটি টাকা,
মরার পরে কেমনে নিবে
আমল রবে ফাঁকা।

সুন্দর জগৎ না চিনে যেই
ধন গড়ায় রয় মত্ত,
মানব জাতির ধিক্কার নিয়ে
কূল হারা তার সত্ত্ব।

মরণ বেলায় সব পড়ে রয়
ধন লাগে না কাজে,
দেশের লোকে বলে তখন
লোকটি ছিল বাজে।