আগের দিনে গরুর গাড়ি
চলতো হেলে-দুলে,
নতুন বধূ আনতো তাতে
স্বামীর বাড়ি তুলে!

দুইটা গরু টানতো কাঁধে
গায়ের জোরে গাড়ি,
গাঁয়ের লোকে সেই গাড়িতে
শহর দিতো পাড়ি!

গরুর কাঁধে যে'সব গাড়ি
দু'টি চাকায় চলে,
সকল লোকে সে'সব গাড়ি
গরুর গাড়ি বলে।

গরুর গাড়ি চলত আগে
গাঁ-শহরের মাঝে,
আগের দিনে দেখছি সবে
দিন-দুপুরে কাজে!

দুই চাকাতে চলত গাড়ি
জিনিস ভরে পথে,
এ প্রজন্মে শিশুরা সব
মানবে না তা মতে!