গীবত করা গর্হিত কাজ
কেউ করো না ভুলে,
গীবত হলো কবিরা পাপ
এ পৃথিবীর কূলে।
গীবত কভু নয়-তো ছোট
সুদের থেকেও বড়,
মৃত ভাইয়ের গোস্তের মতো
সবাই ঘৃণা করো।
যার পশ্চাতে বলছো কথা
সে পেলে ভাই কষ্ট,
বিষ্ঠা ভক্ষণ হইছে জেনো
সেটি গীবত স্পষ্ট।
পরনিন্দা বা গীবত করা
যিনার মতো ক্ষতি,
কেউ করো না পরের চর্চা
গীবত হবে অতি।
একে অন্যের গীবত করা
জঘন্য এক কর্ম,
কেউ করো না গীবত কভু
মানলে তুমি ধর্ম।