আমি হব পাড়া গাঁয়ের ঘুম ভাঙানো পাখি
সকালবেলা তুলতে জেগে সব মানুষকে ডাকি।
ফুঁকবো আমি বাঁশের বাঁশি ঘুমভাঙা গান গেয়ে
আমার ডাকে উঠবে জেগে পাড়ার ছেলেমেয়ে।
ছুটবো আমি ফুলবাগানে ফোটাতে ফুল কলি
আমায় দেখে নেচে-গেয়ে আসবে বনের অলি।
উঠবে জেগে পাখপাখালি জাগবে ঘুমের পরী
আসলে হরেক প্রজাপতি যেতাম লাজে মরি।
সূর্য্যি মামা ওঠার আগে উঠবো পাহাড়-চূড়ে
দেখবো আমি কেমনে ঘুমায় বৃক্ষলতা মুড়ে!
থাকবে সবাই ঘুমের ঘোরে কাঁথা গায়ে দিয়ে
মায়াদিদি খুঁজবে আমায় মশাল হাতে নিয়ে!
দেখবো তখন সবাই ঘুমে আমি একা জেগে
আমায় পেয়ে মায়াদিদি যাবেন ভীষণ রেগে!
দেখবো তখন কুয়াশারা আসছে ঝাঁকে ঝাঁকে
আমি লুকাবো ঝাউ জঙ্গলে ছুটে বাঁকে বাঁকে।
জাগবে যখন বনে-জঙ্গলে পাখপাখালির বোল
মুয়াজ্জিনের আযান ধ্বনি মু'মিনের কৌতূহল?
রবির আলো ফুটবে তখন দেখা যাবে ভালো
আঁধার ফুঁড়ে রবি এলে দেখবো ভোরের আলো।