পুকুর ডোবা খালে ভরা
গাঁ চিনলে না তুমি,
ঘুরে বেড়াও শহর নগর
পাহাড় ঘেরা ভূমি!

গাঁয়ের মাঝে মেঠো সড়ক
সবাই হেঁটে চলে,
প্রভাত বেলা পাখপাখালি
মনের কথা বলে।

বিলের মাঝে শাপলা দেখে
জুড়াবে ভাই আঁখি,
খালের পাড়ে উড়ে বেড়ায়
নানা রঙের পাখি।

খুব সকালে পুব আকাশে
ওঠে রঙিন রবি,
শিশির ভেজা সবুজ ঘাসে
ভাসে গাঁয়ের ছবি।

গাঁয়ের লোকে অতি সরল
বিভেদ ভুলে থাকে,
অমন কভু পাবে না আর
শহর ঘেরা বাঁকে।