আমি হলাম পাড়া গাঁয়ের
সবার ভালো ছেলে,
সবার সাথে কাটাই আমি
সদাই হেসে খেলে।
জল-খাবারে থাকলে কেহ
আমার অতি পাশে,
আমরা তাকে খাবার দেবো
ডেকে নিজের কাছে।
আমরা সবাই মিলেমিশে
থাকি সদাই দেশে,
হিংসা ঘৃণা আড়াল করি
থাকি বন্ধুর বেশে।
দুঃখ কারো আসলে কাছে
কেউ দেবো না হেসে,
বুকের সাথে জড়ায় নেবো
বহুত ভালোবেসে।
সবার সাথে থাকব মিলে
থাকব পাশে দুখে,
বিপদ তেড়ে আসলে কভু
সবাই দেবো রুখে।