ভোর বেলাতে কৃষক সবে
ছোটে মাঠের ক্ষেতে,
আলু পেঁয়াজ ধান সরিষা
আনতে হবে যেতে।

দেশের সেরা মানুষ তারা
ভাবে সবার কথা,
সবার পেটে খাবার দিতে
ফসল বোনে যথা।

কৃষক ভাবে সবার কথা
ফসল চাষে মাতে,
ধান গম ভুট্টা আলু চাষে
খাবার জোটে যাতে।

কৃষক হলো সেরা মানুষ
আমাদের এ দেশে,
ফসল নিয়ে সময় কাটে
থাকে কৃষক বেশে।

শহর পানে লোক সকলে
থাকে কৃষক মুখী,
তবু আমার গেঁয়ো কৃষক
থাকে রে ভাই দুখী।