জ্ঞানী ব্যক্তির মন উন্মুক্ত
সবার কথা শোনে,
মন অজান্তে ভুলের বোঝা
আপন চিত্তে বোনে।
ভুলের বেলা ভুল স্বীকারে
বাড়ায় আপন খ্যাতি,
জ্ঞান অর্জনে নাই তুলনা
বই'কে বানায় জ্ঞাতি।
স্বীয় জ্ঞানকে পাল্লায় মাপে
ভালো-মন্দ কর্মে,
ভালো-খারাপ যাচাই করে
স্বীয় কর্মের মর্মে।
অন্তর দৃষ্টির বিচার শিক্ষা
থাকে উদার শক্তি,
সমস্যা ও সমাধান তার
বৈশিষ্ট্যে রয় ভক্তি।
আধ্যাত্মিক জ্ঞান নম্রতাতে
পার্থিব জ্ঞানে শুণী,
জীবনের পথ সফল করতে
জ্ঞানীর কথা শুনি।