ভোর বেলাতে এসো সবাই
যখন ওঠে রবি!
সবাই মিলে দেখবে সেথা
শ্যামা গাঁয়ের ছবি।

আঁকা-বাঁকায় সড়ক পথে
সরষে ফুলে ঢাকা,
সবুজ শ্যামা গাঁ'টি আমার
যেন তুলির আঁকা!

গরুর গাড়ি চলে সেথায়
তাতে কাঠের চাকা,
রিকশা করে যাবার বেলা
মাঠটি লাগে ফাঁকা!

বর্ষাকালে গাঁয়ের লোকে
ভেলায় চড়ে ভাসে,
গাঁয়ের পাশে বিলের জলে
শাপলা ফুলে হাসে!

রাতের বেলা চাঁদের আলো
হাসে সবার সাথে!
দিনের বেলা কৃষক মাঠে
কাজের সাথে মাতে।