বছর শেষে ঈদের খুশি
এলো আবার ফিরে,
আমার খুশি বিলিয়ে দেই
গরীব দুঃখীর নীড়ে।
আমার খাদ্য সবার হবে
পোলাও হবে রান্না,
পথ শিশুরা সবাই খাবে
নাহি করবে কান্না।
পাড়া পড়শির মাঝে যদি
এতিম গরীব থাকে,
ডেকে এনে খাবার দেবো
আপন ভেবে তাকে।
ঈদের জামা পরবো সবাই
যাবো ঈদের মাঠে,
আনন্দে দিন কাটবে তবে
নবীর হাদিস পাঠে।
ফিরনি পোলাও রান্না হবে
বাংলার প্রতি ঘরে,
গরীব দুঃখী সবাই খাবে
আমরা খাবো পরে।