আমি দুর্বার কলম সৈনিক
অন্যায় করি খানখান,
সত্য ন্যায়ের ঝাণ্ডা উড়াই
রাখতে মানব মান।

মন্থন ঘটাই সমাজ বিবেক
গর্হিত আচার ধ্বংসে,
ন্যায়ের পক্ষে কলম চালাই
ডর করিনা কংসে।

আমি দুর্বার বিধ্বংসী ঝড়
তুফান গতির তীরে,
ভূলোক দ্যুলোক পলক ভেদি
নীতির মতি স্থিরে।

বিধাতার দাস অধম মানব
চিত্তে শান্তির ক্ষুধা,
অন্যায় জুলুম বন্ধ করতে
লিখি বিপ্লব সুধা।

আমি অর্থের পাগল ছন্দে
চূর্ণে তাড়াই দ্বন্দ্ব,
কবিতায় ঝড় তুলতে নাচি
কলম শিরে অন্ধ।

আমি সত্যে পাষাণ ভেদি
নিভৃত এক আত্মা,
আমি দুর্বার নজরুল ছায়া
দেই না ভয়কে পাত্তা।