আলো বাতাস চন্দ্র-সূর্য
করছো তুমি সৃষ্টি,
সাত আসমান জগৎ মাঝে
রাখো দয়ার দৃষ্টি।

শ্যামল শোভা পাহাড় নদী
নানান পশু-পাখি,
প্রকৃতি আর আকাশ ভুবন
দেখে জুড়াই আঁখি।

সকল প্রাণীর আহার যোগাও
আবরণ ঢাকা ফলে,
তৃষ্ণা মেটাও সকল প্রাণীর
সদাই মিঠাই জলে।

নির্জীব মাটি উর্বর করতে
বৃষ্টি বর্ষণ করো,
তোমার কৃপার নাই তুলনা
রহম হয়ে ঝরো।

তুমি মালিক তুমিই খালিক
তুমি দয়াল স্রষ্টা,
সকল সৃষ্টির খবর রাখো
তুমি উত্তম দ্রষ্টা।