সবার উপর মানুষ শ্রেষ্ঠ
করেন যিঁনি ভবে,
তিনি হলেন দয়াল প্রভু
মানি ও ভাই সবে।

মাটির দেহে প্রাণ ফুঁকিয়ে
সজিব রাখে যিঁনি,
তিঁনি হলেন এক আল্লাহ
অতি দয়াল তিঁনি।

তাঁর জমিনে বসত করি
তাঁর দয়াতে বাঁচি,
হায়াৎ শেষে মরব সবে
তিঁনি স্রষ্টা সাঁচি।

বাঁচার তরে আলো-বাতাস
খাদ্য দিলেন ঢেলে,
তবু আমরা অকৃতজ্ঞ হই
দেখি না চোখ মেলে।

সকল কাজে সবর করে
তাঁর প্রশংসা করি,
সরল পথে অটল থেকে
হকের পথে মরি।