দিগন্ত কোণে নীরদ জমিলে
তিমির ঢাকিবে ভবে!
নিদ্রিত জাতি বিদিশা নগরে
আঁধারে ডুবিবে সবে।
মিছিলের পর মিছিল দাগিলে
বুঝিবে তুফান আভা,
কিনারা বিহীন মানব নাচিয়ে
রাজারা খেলিবে দাবা!
জীবন জীবিকা ক্ষুধা বঞ্চনা
বলিলে করিবে গুলি,
অধিকার চাহি বাঁচিবার তরে
বলিবে উড়ুক খুলি।
মায়ের আঁচলে বেহাল দুঃখ
জমিলে ঘরের কোণে,
এগিয়ে আসিবে দেখিবে তখন
গেঁড়াকল ছোটা জনে।
বুদ্ধিজীবীরা বোবায় কাঁদিলে
কষ্টে ভুগিবে লোকে,
ঝড়-তুফানের আগমন হলে
কাঁদিবে সবাই শোকে!
জনতার দুখে হাসিলে প্রভুরা
থাকেনা তাহারা সুখে,
অধিকার তাড়া দমনকারীরা
সহসা ভুগিবে দুখে।
আঁধার ফুঁড়িয়ে সুরুজ উঠিবে
জনতা উঠিলে জেগে!
হাসিবে সবাই দেখিবে কাঁদিয়ে
রাজারা পালাবে বেগে।
রচনাকাল : ১৮.০১.২৪