শালা ধর্ষক নস মাতৃ পুত
ভাঙবো শালার ঠ্যাং,
সামনে পড়লে ঘাড় মুড়িয়ে
কষে মারবো ল্যাং।

বেজম্মা ঐ ধর্ষক দেখলে
পাথর ছুঁড়ে মার,
সবাই মিলে কোমর পুঁতে
মাটির নীচে গাড়।

রাস্তার মোড়ে রাখতে ঝুলে
ওদের চিনে রাখ,
অণ্ডকোষে পাঁথর ঝুলে
রাস্তায় কষা পাক।

রাস্তার ধারে নদীর তীরে
ধর্ষকের নাই ঠাঁই,
ধর্ষক পেলে সবাই মিলে
খোঁজা করা চাই।

ধর্ষক হলো মানব শত্রু
ওদের ক্ষমা নাই,
বিচার করে প্রকাশ্যে ওর
ফাঁসি দিও ভাই!