ধর্ষক অত্যাচারে আমি পৃথিবী গেলাম ছাড়ি
চিৎকার না শুনে বলো কেন ধর্ষিতা নারী?
নদী পুকুরে খালে ব্রীজে শকুন ছিঁড়ছে দেহ
সমাজ পতিরা কেন এ খবর নিলে না কেহ?

ইস্কুল কলেজ রাস্তা ঘরে থাকি না নিরাপদ
মনুষ্য রূপী হায়েনা খুঁজে দেহ করিলে বদ!
আমার আর্তচিৎকারে কভু কাঁদলে না তুমি
শুনেছে আকাশ কেঁদেছে বায়ু এই মাতৃভূমি।

হ্যাঁ, আমি সেই হাসপাতালে শোয়া ধর্ষিতা
আমি ফাতেমা জহুরা সারা স্বর্ণা পুষ্পিতা।
তোমরা কী শুনো না হে আমাদের চিৎকার?  
গলাতে ফাঁসি লাগিয়ে জানাবোই ধিক্কার।

জবাব দাও সমাজ, আমরা কেন কালভার্টে?
তোমাদের জন্ম হয়েছিল কোন মাতৃ ঘাটে?
মা মাসী সন্তানের প্রতি কেন হও উদাসীন?
আত্মচিৎকার বীণ আমরা বাজাবো কতদিন?