যত বিফল হও না কেন
ধৈর্য রেখো সাথে,
দেরি হলেও সফল হবে
সুফল পাবে তাতে।

ধৈর্য যদি হারিয়ে যায়
তোমার করা কাজে,
আঁধার এসে ডুবে দেবে
জীবন হবে বাজে।