কৃষক নিয়ে গর্ব আমার
তারা সবার সেরা,
সবার মুখে আহার দিতে
কর্মে থাকে ঘেরা।

ক্ষেতে ফলায় সব সময়ে
নানা রকম পণ্য,
রোদ বৃষ্টিতে ঘাম ঝরিয়ে
হইছে তারা ধন্য।

ধন্য কৃষক অন্ন যোগায়
মূর্খ নামের চাষা,
সুখ ও দুখে সব সময়ে
জীবন থাকে খাসা!

তনুর ঘামে শীতল করে
ক্ষেত-খামারে মাটি,
ধনীরা সব নৃত্যে মাতে
কৃষক জাতে খাঁটি।

ঝড়-তুফানে খরা-বন্যায়
হাল ছাড়ে না চাষে,
অন্ন যোগায় সবার মুখে
ধনী মানুষ হাসে!