জেনে রেখো সবার থেকে
দেশটি হলো বড়,
হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে
দেশটি সবে গড়।
দলের জন্য দেশের স্বার্থ
বিসর্জন দেয় বোকা,
জীবন পথে সে-সব লোকে
পাবে শুধু ধোঁকা।
দেশটি হলো মায়ের মতো
সোনার থেকে খাঁটি,
মুসলিম-হিন্দু সবাই হেথা
আঁকড়ে থাকে মাটি।
দেশের কথা দশের কথা
ভাবি সবার আগে,
দেশের বিপদ আসলে যেন
দেশ প্রেমটি জাগে।
ধর্ম বর্ণের সকল বিভেদ
যাবো সবাই ভুলে,
দেশ গঠনে দায়-দায়িত্ব
কাঁধে নেবো তুলে।