এই পৃথিবীর সবচে ভালো
আমার দেশের মাটি,
সকল ধরণ ফসল ফলে
মানুষগুলো খাঁটি।

আপন বেশে গাছগাছালি
জাগায় বাঁচার আশা,
দেশের মানুষ কর্মঠ সবাই
থাকে সদাই খাসা।

নদীমাতৃক হাজার নদীর
পলি মাটি সেরা,
সেই মাটিতে ফসল ফলাই
স্বপ্ন থাকে ঘেরা।

সকল ধর্মের সকল মানুষ
মিলেমিশে থাকি,
সব উৎসবে সবাই মোরা
একই সাথে মাতি।

আলো-বাতাস চন্দ্র-সূর্য
প্রকৃতির কী খেলা!
সবাই থাকে মিলেমিশে
এভাবে যায় বেলা।