শুনছ দাদা! ঐ পাড়াতে
ডাইনি বুড়ি থাকে!
সে না'কি রোজ তাবিজ বেঁচে
গলায় ঝুলে রাখে।
শুনছি না-কি বউ হারালে
খুঁজে তাকে আনে,
ছু-মন্ত্র তার যাদুর ভেলকি
মোক্ষম যাদুর বানে।
চক্ষু না-কি অন্ধ একটা
কুঁজো হয়ে হাঁটে,
ঘুম পেলে তার বেশিবেশি
ঘুমায় না-কি খাটে।
চলতে গেলে ঠ্যাং নাকি তার
মাটির উপর পড়ে,
চোখ দিয়ে সব দেখে না-কি
চলে লাঠির ভরে!
উপোস থাকলে সারাবেলা
ক্ষুধাও না-কি লাগে,
তন্ত্র-মন্ত্রের তাবিজ বানায়
সারা রাত্রি জাগে।
জ্বিন-পরিদের হাজির করে
কুফর মন্ত্র দিয়ে,
চল্ না দাদা দেখে আসি
আমরা দু'জন গিয়ে।