ক্লান্ত পথিক চলছে ছুটে
পথ ছিলনা জানা,
নিজ ঠিকানা খুঁজতে তবু
মেলছে দু'টি ডানা।

পথ ছিলনা অতি সহজ
বাঁচার আশা মনে,
সুদিন পাবে চলার পথে
ভাবছে ক্ষণেক্ষণে।

সামনে উঁচু পাহাড় পারে
কুয়াশা তার ধাঁধা,
ক্লান্ত পথিক দেখছে চেয়ে
সামনে আছে বাধা।

সন্ধ্যা বেলা আসছে তেড়ে
পথের দিশা নাশে,
নিরাশা তার বাঁধছে মনে
এলো না কেউ পাশে।

সামনে নদী মহা সাগর
করছে যেতে মানা,
পথিক তবু চলছে ছুটে
শঙ্কা দিচ্ছে হানা।