আমার দেশে পুব আকাশে
সূর্য ওঠে হেসে,
দোয়েল টিয়া ময়না শ্যামা
উড়ে রাজার বেশে।

গাঁয়ের মাঝে বাঙালি নদ
ভাটির দিকে চলে,
কলতানের সুর বাজিয়ে
দেশের কথা বলে!

কৃষক মাঝি কামার কুলি
সবাই মিলে থাকে,
শাপলা ফোটা খালের জলে
পাখপাখালি ডাকে।

কী অপরূপ পাহাড় ঘেরা
উড়ে হরেক পাখি!
জোছনা রাতে তারার মেলা
দেখে জুড়াই আঁখি,

চির সবুজ বাংলা আমার
চেনা দেশের ছবি,
আলো বাতাস সবুজ ঘাসে
কাব্য লেখে কবি।