ফসল গজান সময় হলে
পানি ছাড়বে যারা,
মনে রাখিস দামাল ছেলে
বান্ধব নহে তারা।

ফসল পচবে মাছ হারাবে
বানের পানি দিয়ে,
মারবে দেখো ছল কষিয়ে
ধনুক হাতে নিয়ে।

লাঞ্ছনা ওর যন্ত্রণা তোর
লাভ হবে না কেঁদে,
বাঁচতে হলে লড়তে হবে
পেটে পাথর বেঁধে।

নইলে ওরা পানি আটকে
দেশ বানাবে মরু,
নদ শুকাবে মাঠ শুকাবে
ফলবে না আর তরু।

বান্ধব সেজে ডাকবে কাছে
দেখবে সবি ফাঁকি,
দেশ হারাবে জাত হারাবে
রবে কী আর বাকি?