সামান্য যন্ত্রণা পেলে দিশেহারা হও
আঁধারে একদা একা ফুটপাতে রও।
নিদ্রাহীন অনাহারে পেটে নাহি ভাত
শুয়ে থাকে কত শিশু মানবের জাত।

রূপে কালো হলে তুমি লুকে রাখো মুখ
সৃষ্টির সেরা হেয়েও কেন এতো দুখ?
পোড়া মুখ নিয়ে লোকে অনায়াসে চলে
কাজ দ্বারা এ জীবনে সফলতা জ্বালে।

প্রেমে ছিন্ন হলে যদি মরে যেতে চাও
একবার তুমি বন্ধু রুগ্নাবাসে যাও।
বাঁচার জন্য মানুষ রোনাজারি করে
আয়ু নাই বলে দেখ কত লোক মরে।

নিজ মনে যদি কভু অহঙ্কার আসে
মিসকিন দেখে নিও তুমি তাহা নাশে।
ধনীর দুলালে কত হয়ে আছে বোবা
আবার দেখিবে কত খোঁড়া হাবাগোবা।

পুরুষ বলিতে কভু দেহ লোভী নয়
মেয়ের বাবারা সদা স্নেহময় হয়।
বাবার হৃদয়ে নাই লালসার ছাপ
বুকে রাখে মায়া ভরা নিরাপদ খাপ।