পেটের দায়ে চুরি করিলে তুমি নহে মহা চোর
প্রতি রন্ধ্রে আজি দেখি শুধু মহা ডাকাত তস্কর।
পৃথিবীর সর্বত্র দেখি সাধু বেশে ডাকাতির রাজ
ছলাকলায় পারদর্শীদের মাথায় পড়ে না বাজ।

আজব কাণ্ড, সর্বত্র কাজে দিতে হয় শুধু ঘুস
দলীল পত্র চাকরি মামলায় পুড়ে মানুষে তুস।
রক্ষক ভক্ষক হয়ে দালান বানায় রক্তমাখা ইটে
রক্ত চক্ষু মৃত্যু ভয় দেখে কাড়ে প্রজার ভিটে।

লাগিবে ধন জমি ক্ষমতা লুটেপুটে সব খাবে
মরণের পরে তারা সম্পতি কোথা নিয়ে যাবে?
পরের সম্পদ হরণ করে দেখাবে যে জমীদারী
সকলে বলবে আমরা কেহ তাহারে না ধারী।

জোচ্চোরে দাঙ্গা বাজে চাঁদা বাজে দংশালে সমাজ
ঘৃণিত থুথু নিক্ষেপ করিয়ে সকলে দিবে লাজ।
কোটি মানুষের সম্পদ লুটে পরিলে স্বর্ণ মালা
বিচারের সমনে কভু নিশ্চয় মিলিবে তার জ্বালা।

পরের ধন হরণকারীর থেকে বড় চোরা কে বলো
সমাজের গুণী মানুষেরা এড়িয়ে তাদের চলো।
পাড়াগাঁ, শহর নগর ও ফেসবুকে দেখিলে তাকে
জোচ্চর বলে উচ্চস্বরে ধিক্কার জানাও ঢাকে।