আমার মরণ ঘুরছে সদা
আয়ুর পিছুপিছু,
মরণ এলে লাভ হবে না
এই জীবনে কিছু।
প্রাণ পাখিটা উড়ে যাবে
ফেলে অসার দেহ,
কর্মফলের বিচার হবে
খোঁজ নিবে না কেহ।
ধন-সম্পত্তি ভাগ করিবে
স্বজন আছে যারা,
কয়েকদিনের পরে আমায়
ভুলবে বুঝি তারা।
ন্যায়-অন্যায়ে ধার-ধারিনি
ছুটছি ধনের পিছে,
মরার আগে ভাবছি বসে
এ-সব ছিল মিছে।
মরলে আমার বিচার হবে
ভাবিনি তা কভু,
আমি বহুত বোকা মানুষ
সম্পদ খুঁজি তবু।