বিজয় দেখছি বিজয় আনছি
বিজয় মাখছি অঙ্গে,
বিজয় গানের মধুর মাতম
স্বাধীন সোনার বঙ্গে।
বিজয় আনতে করেছি সবাই
অসম কঠিন যুদ্ধ,
মায়ের ভাষার শ্রদ্ধার বোধে
ভাষাকে করছি শুদ্ধ।
পাক-হানাদার ধর্ষণ করে
করেছিল মাকে রুদ্ধ!
বীরাঙ্গনার চিৎকার আজো
করছে মোদের ক্রুদ্ধ,
লক্ষ প্রাণের বদলে পেয়েছি
দেশের স্বাধীন সূর্য,
রক্তিম রঙা বিজয় নিশানে
বাজাই মায়ের তূর্য!
আমরা সবাই স্বাধীন দেশের
শত্রু রাখবো মুক্ত,
দেশটি মোদের গড়তে সবাই
এক সাথে হই যুক্ত।