বিধির বিধানে লেখা বিচ্ছেদের জ্বালা
কাছে থেকে দূরে রয় গলে ছেঁড়া মালা!
বিয়োগের ব্যথা মনে কোথা রাখি ডালা?
অজানায় পাড়ি দিব সেটা হবে ভালা!
আঁধার ঘনিয়ে গেছে বালি ঘর নীড়ে
সহসা আসবে কী'রে আলো আর ফিরে?
আঁখি জলে ভাসি আমি বিষাদের ভিড়ে
হেরে গেছে আমা ছেড়ে বহুদূর ধীরে!
কৈশোরের স্মৃতি গুলো ধূ-ধূ বালু চর
কী'করে আজকে বাঁচি দিয়ে কিসে ভর?
জীবন অন্ত বেলায় লাগে শুধু ডর
সব কিছু যার ছিল তার নাই ঘর!
হতাশার বাসা বুনি আমি তার পর
ভেঙে দিল বাসা বাড়ি নিদারুণ ঝড়!