বাংলা আমার প্রাণের ভাষা
বাংলায় করি বাস,
আমরা হলাম স্বাধীন জাতি
নয়'কো কারো দাস।

এই দেশেতে জন্ম হওয়ায়
গর্বে ফুলাই বুক,
সবাই মিলে একসাথে বাস
হাতছানি দেয় সুখ।

পাহাড় পর্বত নানা জাতির
অপরূপ এই দেশ,
সকল জাতির মানুষ মিলে
বঙ্গ জাতির বেশ।

এই দেশেতে বাউল শিল্পী
একতারাতে গায়,
রোদের বেলা পাখপাখালি
থাকে গাছের ছায়।

জীবন মরণ সকল বেলা
সবার হবে ঠাঁই,
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
সবাই মোরা ভাই।