বেকার জীবন বলিস কেন
লেগে পড় না কাজে,
হোক সেটা কামার মজুর
থাকিস না তুই লাজে।
কাজটা হোক না ছোট-বড়
ভাবিস না তা মনে,
অলস মানুষ সফল হয় না
দুখ পায় ক্ষণে-ক্ষণে।
কাজের মাঝে সুপ্ত থাকে
সফলতার চাবি,
একদা করে দেখ না ও ভাই
সুখটা খুঁজে পাবি।
দে ছেড়ে দে সব জড়তা
সাহস রেখে মনে,
বল না ও ভাই সফল হলো
কাজ ছাড়া কোন জনে?
ধন-সম্পত্তি মান সম্মান
কাজে দেয় হাতছানি,
অলস হলে সমাজ লোকে
করে কানাকানি।