দুখীদের ও হৃদয় আছে
থাকে বাঁচার আশা,
হতাশ হলে জীবন বেলায়
হারায় মুখের ভাষা।

কর্মের মাঝেই স্বপ্ন বোনে
অভাবে হয় নষ্ট,
সারা জীবন খেটেই মরে
পিছ ছাড়ে না কষ্ট।

দুঃখ-কষ্টে যতোই থাকুক
হাল ছাড়ে না কাজে,
বাঁচা-মরার খড়গ মাথায়
কষ্ট হৃদয় ভাঁজে।

ঘামের মাঝে স্বপ্ন খোঁজে
আশার তরী বেয়ে,
কর্মের মাঝে সুখটা খোঁজে
সন্তানের মুখ চেয়ে।

সকাল দুপুর সন্ধ্যা বেলায়
যতোই স্বপ্ন বোনে,
আশার স্বপ্ন দেয় না ধরা
কাঁদে ঘরের কোণে।