আমি আশ্রয় গ্রহণ করি
আমার রবের কাছে,
যাই না কভু মিথ্যে আশার
দুষ্ট জ্বীনের পাছে।

আমার চাওয়া পূর্ণ করেন
বিশ্বের অধিপতি,
মা'বূদ বিনে নেইকো আমার
এই জীবনে গতি।

আমি আশ্রয় খুঁজে থাকি
কুমন্ত্রণা রুখি,
যে আত্মগোপন করে রয়
নই শয়তান মুখি।

জ্বীন শয়তান মানুষ কি'বা
অন্তরে যার ধোঁকা,
সরল পথের পথটি খুঁজি
আমি নই'তো বোকা!