আপন মানুষ
আব্দুল ওহাব

সম্মান বিশ্বাস প্রেম পিরিতি
যায় না টাকায় কেনা,
অনেক কাছে থাকলে তবু
যায় না মানুষ চেনা।

স্বার্থে আঘাত লাগলে পরে
সবকিছু যায় ভুলে,
লোভ লালসা স্বার্থের নেশা
মানব মনের মূলে

বিপদ কালে চিনতে পারো
খাটাও চিন্তা-শক্তি,
আপন হলে করবে তাদের
সারাজীবন ভক্তি।

মুখোশ পরা অনেক মানুষ
আপন সেজে থাকে,
বিপদ এলে দৌড়ে পালায়
নিরাপদ এক বাঁকে।

আপন মানুষ বিপদ কালে
থাকে সদাই পাশে,
অনেক বিপদ দেখেও তারা
দৌড়ে কাছে আসে।