আপন ক্ষতি করছো তুমি
ঘুরে নেতার পিছে,
নেতার কাজে সফল হলে
বুঝবে নেতা মিছে!
নেতা মশাই জিতলে ভোটে
করবে অভিনয়!
নেতার নীতি সাজবে রাজা
তোমার আছে ভয়।
নেতা থাকবে দেশের কাজে
পচবে তুমি জেলে,
লাভ হবে না জীবন বেলা
ঘর-সংসার ফেলে।
নেতা যখন হারবে ভোটে
তোমার হবে সাজা,
মান হারাবে বউ হারাবে
ভাঙবে লোকে মাজা।
নেতার পিছে না ঘুরে তাই
কাজের পিছে থাকো,
আপদ কভু পিছ নেবে না
ঘরটি সুখে রাখো।