পৃথিবীব্যাপি যত নরনারী কে না পাপীতাপী?
অপর পাপীকে ঘৃণা না করে স্বীয় কর্ম মাপি।
আদম থেকে যতটা মানুষ এসেছে মহীপালে
কে আছে নিষ্পাপ? সবে পড়ে শয়তানী জালে।

মহীপালে পাপ করেনি মেলেনা কোন নরনারী
আদম সন্তান সকলে পঙ্কিল পাপীয়সী ভাণ্ডারী।
পুরুষ কেমনে হল জ্ঞানী গুণী পুণ্যবান যোগী?
হুজুর সন্ন্যাসী আত্মত্যাগী হলেও দেহ ভোগী!

প্রথম মানুষের প্রথম ভুল আজো চলে নিরবধি
বলতে পারো কে নিষ্পাপ? পাপ হয়নি অদ্যাবধি।
পৃথিবীর সবখানে আছে আজব মোহবন্ধন ভরা
ইবলিশ দোষে দুষ্ট মানুষ পাপে পড়ল না খরা।

সাধু সন্ন্যাসী বুজুর্গ বা যোগী নয় পাপের উর্ধে
না করতে চেয়েও অহরহ পাপে পাপ শুধু বর্ধে।
বলি বন্ধুরা শোনো, পাপীকে করো নাকো ঘৃণা
কুটিলতা মিথ্যা লালসা পরিত্যাগ করো জিনা।

মানুষ পাপী বলে প্রভু সৃষ্টি কর না অন্য জাতি
এসো বন্ধু, সকলে মিলে ক্ষমার প্রার্থনায় মাতি।
পানিবাহী উট মরুতে পেয়ে পথিক হয় কী খুশি!
পাপিষ্ঠ লোকের তওবায় প্রভু হবে তেমনি তুষি।

জীবনে যা করেছো জুলুম-ব্যভিচার করোনা আর
নিষিদ্ধ সব মিথ্যে জুয়া নেশা পুড়ে করো ছারখার।
শত খুন করে হযরত নিজাম হ'লো আল্লাহর অলি
জ্ঞানপাপী না হয়ে সবাই এসো সত্যের পথে চলি।