পৃথিবীপতি যত নরনারী কে-রে পাপীতাপী?
অন্যে ত্রুটি না খুঁজে সদা নিজের ত্রুটি মাপি।
আদম থেকে যতটা মানুষ এসেছে এ ধরায়
কেহ নহে নিষ্পাপ সকলি পড়েছে এ-খরায়।
পৃথিবীতে পাপ করেনি এমন কোন নরনারী?
আদম সন্তান বলে পঙ্কিল পাপীয়সী ভাণ্ডারী।
পুরুষ কেমনে হল জ্ঞানীগুণী পুণ্যবান যোগী?
সাধুগণ তপস্বী আত্মত্যাগী কিন্ত দেহ ভোগী!
প্রথম মানুষের প্রথম ভুল আজো চলে নিরবধি
কে পারিবে বলিতে পাপ করোনি অদ্যাবধি।
পৃথিবীর প্রতিপদে বিছানো আছে মোহখন্ডে ভরা
ইবলিশ দোষে পাপী আরতি পাপীদের এ'ধরা।
দরবেশ হুজুর বুজুর্গ পীর কেহ নয় পাপের উর্ধে
না করিতে চায় পাপ তবু পাপে পাপ শুধু বর্ধে।
ওহে বন্ধু শোন, পাপকে করো ঘৃণা, নহে পাপী
হাজার পাপ করে না কেন দুনিয়া গেলে ছাপি।
ওহে, মিছে নহে বন্ধু, একদম সত্যি কথা শোনো
মনুষ পাপ না করিলে আসিত অন্য জাতি কোন।
পানিবাহী উট মরুতে হারিয়ে পেলে হবে যত খুশি
পাপের পরে তওবা করিলে প্রভু হয় তেমনি তুষি।
শুনো বন্ধু শোন, যাহা করেছো ব্যভিচার জিনা
জুলুম মিথ্যা হারাম জুয়া মদ নেশারে করো ঘৃণা।
শতখুন করে হযরত নিজাম হ'লো আল্লাহর ওলি
জ্ঞানপাপী না হইয়া সকলে সদা সত্যপথে চলি।