আমি সৈনিক, আমি দুর্জয়
ইস্পাত পর্বত গিরি,
ধ্বংস করি দেশের শত্রু
বুকটা তাদের চিরি।

আমি নির্দয়, অসীম নির্ভয়
ধ্বংসই আমার নেশা,
অগ্নির ভস্মে ছারখার করি
মস্তক চূর্ণই পেশা।

আমি নির্ভীক, মৃত্যুভয় নেই
আমি যুদ্ধ করি,
যুদ্ধই আমার শত্রু বধের
গর্বের সাথে মরি।

আমি উল্কা গতির চঞ্চল
মায়ার সঙ্গ ছাড়ি,
শত্রু তাড়াই এক নিমিষে
ভেঙ্গে শত্রুর হাঁড়ি।

আমি সৈনিক, এক রণবীর
যুদ্ধে রইনা স্থির,
রক্তের তৃষ্ণায় আর্তনাদে
সত্যের পক্ষে বীর।

আমার অগ্নি চোখা দৃষ্টি
ক্ষুধাতুর রণে মুর্তি,
অট্টহেসে জীবন বিলাই
পূর্ণে স্বাধীন পূর্তি।

শত্রু যতই হোক না দানব
থাক্ না যতই ঝাঁকে,
ডর করি না অস্ত্র চালাই
নিঃশেষ করি তাকে।