বাংলাদেশ মোর জন্মভূমি
বাংলা আমার ভাষা,
হিন্দু-মুসলিম সকলের বাস
শান্তি-সুখের বাসা।

বিপদ-আপদ আসলে কভু
সবাই মিলে লড়ি,
আপদ সময় আসলে সবাই
হাতে হাতটা ধরি।

হিংসা-বিদ্বেষ ভুল পদক্ষেপ
কেউ চায় না দেশে,
লড়াই করে দুশমন তাড়াই
সবাই বীরের বেশে।

সবুজ-শ্যামল দেশটি মোদের
দালান-ডেরায় ভরা,
সকল মানুষ শ্রমের পাগল
কাটবে কর্মের খরা।

এমন দেশটি এই পৃথিবীর
কোথায় পাবে তুমি?
বঙ্গ মায়ের সবুজ-শ্যামল
দেশটি মোদের ভূমি।