সবার কল্যাণে লিখি ব্যথা ভরা মন
সমাজ গড়তে পারে কোথা সেই জন?
আজিকার দিনে কেন সমাজে সন্ত্রাস
চাঁদাবাজি হানাহানি হারছে আশ্বাস।

মনুষ্যত্ব হারালে আর হবে না উদ্ধার
মারামারি খুনাখুনি করো না আবার।
তোমাদের আত্মদান কাহার কল্যাণে
সবারে বুঝতে হবে এক্ষুণি জীবনে।

চাঁদাবাজি দলাদলি করি রে দমন----
শান্তি ফিরে এনে করি সামনে গমন।
বলীয়ান্‌ সেই ছেলে বাংলায় চাই
মরণের আগে যেন দেখবার পাই।

চেতনা রাখবে শৌর্য দৃঢ় দীপ্ত মন---
জাতির কল্যাণে আমি এই রবে পণ।
বিপদ আসলে দেখে হবে আগুয়ান
নিপীড়ন অনাচার করে খান-খান।

সোনার বাংলা যেন চলে ঠিক পথে
ধৈর্যশীল হতে হবে অপরের মতে।
জাতি-ধর্ম বর্ণ মিলে একতায় বল
এসো সবে মিলে গড়ি শত শিশু দল।