দো-জাহানের সৃষ্টিকর্তা
এক আল্লাহ প্রভু,
এই জনমে ভুলব না ভাই
তাঁকে আমি কভু।

আল্লাহ হলো সকল সৃষ্টির
পরাক্রমশীল মালিক,
গগন জমিন সকল কিছুর
প্রজ্ঞাময় এক খালিক।

হায়াৎ মউত রিজিক দৌলত
সবকিছু তাঁর হাতে,
সকল সৃষ্টি আল্লাহর দিক
শুকরিয়াতে মাতে।

আল্লাহ হলো বিধান দাতা
কোরআনে তাঁর বাণী,
জীবন চলার সকল কাজে
তাঁর ঐ হুকুম মানি।

তাঁর বাণীতে কল্যাণ আছে
মানবে ভবে যারা,
তারাই হলো সৃষ্টি কুলের
সবার থেকে সেরা।