এই যুগের এক ক্ষুদিরাম আবু সাঈদ রহমান
যুগে যুগে তুমি আসবে রবে বাংলায় বহমান।
ও পাড়ে থেকে লও হে সবার শ্রদ্ধাপূর্ণ সালাম
তুমি বিপ্লবী মহাবীর স্বর্গে নাও শান্তি আরাম।

তুমি থাকবে চিরকাল এই বাংলায় বহমান
কালে কালে এসো হে, করবে না অভিমান।
তুমি বীর মৃত্যুর আগে উঁচু রেখেছিলে শির
হায়েনার ভয়ে হওনি ভীত তুমি বঙ্গের বীর।

অধিকারের তরে আত্মহুতি ছিল চিরকাল
বিপ্লব লেখা রক্তের ইতিহাস নাই আয়ু কাল।
তোমার রক্ত যাবে না'রে বৃথা অকালে মৃত্যু
যে মারছে তোমার বুকে গুলি তার মুখে থুতু।

সালাম রফিকের পাশে লেখালে তোমার নাম
বঙ্গ জাতি গর্জে উঠবে রাখবে তোমার মান।
কেন ধ্বংস নির্মমতা বুক ছেঁদবে সোজা গুলি?
স্বাধীন দেশের স্বাধীনতা তবে কী ফাঁকা বুলি?